রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

নাজের হোসাইন পূণরায় ক্যাব ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

চট্টগ্রাম সংবাদদাতা: দেশের ভোক্তা অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি ঢাকার সেগুন বাগিচাস্থ কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে এস এম নাজের হোসাইন ভাইস প্রেসিডেন্ট হিসাবে পূনঃ নির্বাচিত হয়। ক্যাব এর প্রেসিডেন্ট, সাবেক সচিব ও দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্যাবের বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন ক্যাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আবদুস সত্তার। 

 
ক্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নূর মোহাম্মদ মিঞা এবং সদস্য যথাক্রমে মো. জাফর উল্লাহ ও এডভোকেট আকবার হোসেন আগামী ২ বছরের জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নতুন নির্বাচিত ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন- প্রেসিডেন্ট-গোলাম রহমান (সাবেক সচিব ও দুদুক চেয়ারম্যান), ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেইন, সাধারণ সম্পাদক-এডভোকেট হুমায়ূন কবির ভূইঁয়া, কোষাধ্যক্ষ হারুন-উর-রশিদ, সদস্য যথাক্রমে-ডা. শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ডা. সাইফুল ইসলাম, মিসেস মুনিরা আলম, আব্দুস সাত্তার, ও ইঞ্জিনিয়ার ইজাজুর রহমান।
নাজের হোসাইন ১৯৯৭ সন হতে “ক্যাব” এর বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। কক্সবাজারের চকরিয়া উপজেলায় জন্ম গ্রহনকারী নাজের বেসরকার প্রতিষ্ঠান “আইএসডিই বাংলাদেশ” প্রতিষ্ঠা ছাড়াও তিনি জাতীয় পর্যায়ের অনেকগুলি মানবিক সাহায্য-উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে তোলা সাথে সারাসরি জড়িত।  
 
উল্লেখ্য, এস এম নাজের হোসাইন বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান সমুহের বেশ কিছু জাতীয় ও আঞ্চলিক নেটওয়ার্ক এবং ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিশেষ করে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) এর চেয়ারপার্সন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর ভাইস চেয়ারপার্সন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) সহ-সভাপতি, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট এলায়েন্স বাংলাদেশ, ফোরাম ফর রিজেনারেটিভ এগ্রিকালচার মুভমেন্ট-বাংলাদেশ (ফোরাম), ন্যাশনাল নেটওয়ার্ক অন ইমপ্রুভ স্টোভ প্রোগ্রাম ইন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য।       
 
এদিকে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খান, অধ্যক্ষ মনসুর হাবিব, ক্যাব চট্টগ্রাম নগর সভাপতি ও বিশিষ্ঠ নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, এডাব চট্টগ্রাম জেলা সভাপতি রেজিয়া বেগম, সিএসডিএফ’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, মো. নুরুল হক, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মহানগর শাখার সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব নেতা ও চট্টগ্রাম সিটিকর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, হাজী ইকবাল আলী আকবর, আলহাজ্ব আবদুল মান্নান, হাজী আবু তাহের, শিক্ষক নেতা লকিয়ত উল্লাহ, অঞ্চল চৌধুরী, আবদুল হালিম দোভাষ, অধ্যাপক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, রাশেদ খান মেনন, উপাধ্যক্ষ কুতুব উদ্দীন, আবুল কাসেম, শাহাদৎ হোসেন, তৌহিদুল ইসলাম, জানে আলম, আবু ইউনুচ, ইসমাইল ফারুকী, মোনায়েম বাপ্পী, শাহীন চৌধুরী, হারুন গফুর, সেলিম জাহাঙ্গীর, সেলিম সাজ্জাদ, কাজী সমিতির নেতা ইউসুফ চৌধুরী, মৌলানা হারুন চৌধুরী, নারী নেত্রী জন্নাতুল ফেরদৌস, সায়মা হক, দীপিকা বডুয়া, রুখসানা আখতারুন্নবী, ঝর্না বড়–য়া, ফারহানা জসিম, শাহীন আকতার বিউটি, নাসিমা আলম ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ ও নোমান উল্লাহ বাহার এক যৌথ বিবৃতিতে এস এম নাজের হোসাইন ক্যাব কেন্দ্রিয় কার্যনির্বাহী পর্ষদের ভাইস প্রেসিডেন্ট পূনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। 

This post has already been read 3246 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …