Saturday , April 26 2025

রাজধানীর বিজয়নগরে এজি’র নতুন আউটলেট

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি এজি’র ৫৫তম আউটলেট উদ্বোধন করা হয়েছে রাজধানীর বিজয়নগরে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট এর ডেপুটি রেজিস্ট্রার কামাল আহম্মদ, এজি ফুড -এর বিপণন ও বাজারজাতকরণ বিভাগের মহাব্যবস্থাপক কৃষিবিদ এএমএম নুরুল আলম, সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) কৃষিবিদ মো. রফিকুল আলম খান (জিমি) এবং আউটলেটের ফ্রাঞ্চাইজ রাসিক, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও এজি ফুড এর কর্মকর্তাগণ ও স্থানীয় গণমান্য ব্যাক্তিগণ।

এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে বলে জানান, কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজয়নগর এজি আউটলেটের ঠিকানা: ফ্রেশ জুস অ্যান্ড ফাস্ট ফুড, ৬৩/১ পাইওনিয়ার রোড, কাকরাইল, (এনবিআর অফিসের পাশে), ঢাকা।

 

This post has already been read 3520 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …