বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪

এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কো. লি. এর ডিলার ও কর্মকর্তাদের ভুটান ভ্রমণ

এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কোম্পানি লি. -এর  পক্ষ থেকে ৫ দিনের ভুটান ভ্রমণ শেষে  গত  ১৯ শে ফেব্রুয়ারী দেশে ফিরেছেন ১৩ সদস্যের  একটি দল। এ বছর ভুটান ভ্রমণ  করতে যাওয়া সম্মানিত ডিলাররা  হলেন- গাজীপুর থেকে পোল্ট্রি প্লাস, টাঙ্গাইল ভূঞাপুর থেকে আরিফ মেডিসিন কর্নার, টাঙ্গাইল  সখিপুর থেকে সেবা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন কর্নার, কুড়িগ্রাম থেকে ভাই ভাই পোল্ট্রি, গাইবান্ধা থেকে আশিক পোল্ট্রি, এবং জামালপুর থেকে সরিষাবারি এন্টারপ্রাইজ।

ডিলারদের সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কোম্পানি লি. -এর সেলস ম্যানেজার রতন কুমার সাহা, এরিয়া ম্যানেজার মো. নুরুল ইসলাম, ফিল্ড ম্যানেজার মুসাদ্দিকুর রহমান, মার্কেটিং অফিসার বেনিয়াম, মো. মামুনুর রশিদ, মো. শহিদুল ইসলাম এবং মো. নজরুল।

গত ১৪ ফেব্রুয়ারি  শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের বিদায় জানান এসএমজি  এ্যানিম্যাল হেল্‌থ কো. লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এস.এম শফিকুল গনি।

এ সম্পর্কে আলহাজ্ব এসএম শফিকুল গনি বলেন, শুধু ব্যবসা নয়, সেই সাথে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেয়াও আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, প্রতি বছর সেরা সাফল্যের অধিকারী ডিলার এবং কর্মকর্তাদের কোম্পানির পক্ষ থেকে বিদেশ ভ্রমণে সুযোগ করে দেওয়া হয়।

This post has already been read 2535 times!

Check Also

অর্থনীতির চলমান ধীরগতি দেশে মন্দা ডেকে আনতে পারে

 রাজধানী সংবাদদাতা: বর্তমানে রাজস্ব নীতির (ফিস্কাল পলিসি) মাধ্যমে যেই পদক্ষেপই গ্রহণ করা হোক না কেন, …