রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ময়মনসিংহে এজি’র ৫৭তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি ফুড –আউটলেট সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শহরের স্টেশন রোডে কোম্পানির ৫৭তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আউটলেটের  উদ্বোধন করেন এজি এগ্রো ফুডস লিমিটেডের উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজি শাহাদাতুল হক, এজি এগ্রো ফুডস লিমিটেডের সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) কৃষিবিদ মো. রফিকুল আলম খান (জিমি), অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গণমান্য ব্যাক্তিগণ।

এজি ফুড উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি বেশ জনপ্রিয়।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

This post has already been read 4073 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …