রাজশাহী সংবাদাতা: রাজশাহীর পবা উপজেলা কনজ্যুমারস কমিটি গঠণ করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনজনকে উপদেষ্টা করে মোট ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। ক্যাব-রাজশাহী জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে সাংবাদিক কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক ওয়াজেদ আলি খান এর নাম প্রকাশ করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও ব্রিটিশ কাউন্সিল-প্রকাশ প্রোগ্রামের ডেপুটি টীম লিডার মো. শওকত আলী ওয়ারেশী। প্রকাশ প্রোগ্রামের ইস্যু ভিত্তিক প্রকল্প সহ ভোক্তা অধিকার ও কনজুমারস কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে আলোচনায় অংশ নেয় ক্যাব-রাজশাহী জেলা কমিটির সভাপতি কাজী গিয়াজ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, নওহাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসলাম আলি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এস.এম কামরুজ্জামান, কৃষক ফজলুর রহমান, গৃহিনী রত্না খাতুন, ছাত্রী শারমিন আক্তার সুমা প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন ক্যাবের মাঠ সমম্বয়কারী অমর কস্টা।