বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

সেরা পাটপণ্য উৎপাদকের পুরস্কার পেলেন ফেরদৌস হোসেন ভূইয়া

ফকির শহিদুল ইসলাম (খুলনা): জাতীয় পাট দিবস- ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বস্ত্র ও পাট মন্ত্রনালয় আয়োজিত বহুমূখি পাট পণ্য মেলার উদ্বোধন ও জাতীয় পাট দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে পাটশিল্পে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত আইয়ান জুট মিলসকে সেরা পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফেরদৌস হোসেন ভুইয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মননা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য ২০১২ সালে প্রতিষ্ঠিত আইয়ান জুট মিল মানসম্মত পাট পণ্য উৎপাদন করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্যপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। প্রতিষ্ঠানটি দেশের উন্নতি ও সমৃদ্ধির অংশীদার হিসেবে পরিগণিত হয়। তারই প্রেক্ষিতে জাতীয় পর্যায়ে এ সম্মাননা পদকে ভূষিত হয় এ প্রতিষ্ঠানটি।

This post has already been read 4869 times!

Check Also

ঢাকায় পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান …