Saturday , April 26 2025

গরু মোটাতাজাকরণে কয়েকটি খাদ্য ফরমুলা

কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম: আমাদের দেশে প্রাপ্ত আঁশজাতীয় খাদ্যের মধ্যে ৭০ শতাংশই খড়। ঋতু ও অঞ্চলভেদে দেশি ও উন্নত জাতের সবুজ ঘাসও পাওয়া যায়। মোটাতাজাকরণে দু’ধরনের আঁশজাতীয় খাদ্য ভিন্ন ভিন্ন বা এক সাথেও ব্যবহার হতে পারে। তবে উভয় প্রকার খাদ্যই প্রক্রিয়াজাত প্রয়োজন। ইউএমএস প্রযুক্তি।

এ প্রযুক্তির খড় : পানি : মোলাসেস হবে = খাদ্যমাত্রা হবে ইচ্ছামতো।

এ ক্ষেত্রে অসুবিধা হলো ৩ দিনের বেশি সংরক্ষণ করা যায় না। সাবধানতা প্রস্তুত অনুপাত সঠিকভাবে অনুসরন করতে হবে।

গরু মোটাতাজাকরণে কয়েকটি খাদ্য ফরমুলা

খড়ভিত্তিক খাদ্য ফরমুলা
ইউএমএস যথেচ্ছ পরিমাণ + দানাদার মিশ্রণ। (দৈনিক ওজনের শতকরা ১ ভাগ)

সবুজ ঘাসভিত্তিক খাদ্য ফরমুলা
সবুজ ঘাস + দানাদার মিশ্রণ । ( দৈহিক ওজনের শতকরা ১ ভাগ)

দৈহিক ওজন গ্রহণ

(বুকের বেড় x বুকের বেড়) x দৈর্ঘ্য /৩০০ = পাউন্ড /২.২ = কেজি জীবন্ত গরুটির ওজন।

গরু মোটাতাজাকরণ একটি সহজ সরল কম পুঁজিতে বেশি লাভজনক কার্যক্রম। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলে। শুধু প্রাথমিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কাজ করলে লাভবান হওয়া যায়। এক্ষেত্রে পুঁজি কম লাগে এবং মাত্র ৩-৪ মাসের মধ্যে চালানতো উঠে আসেই বরং সঠিক নিয়ম পদ্ধতি মেনে এ কাজটি করলে অনায়াসে অধিক যায়।

This post has already been read 5848 times!

Check Also

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক  বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর  দোরগোড়ায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের (এমভিসি) সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে  …