রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

ক্যাব ও কনজুমারস কমিটির বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

রাজশাহী সংবাদাতা: ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ও রাজশাহীর পবা উপজেলা কনজুমারস কমিটির অংশগ্রহণে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাজশাহী জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর-রাজশাহী ও দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ডিজিটাল বাজার ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর পিটিআই মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ মোস্তাক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমির জাফর, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আলী পিপিএম, উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য, উপ-পরিচালক (বিএসটিআই) মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন, রাজশাহী উইমেন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, ক্যাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মাঠ কর্মকর্তা মহিদুল হাসান, পবা উপজেলা কনজুমারস কমিটির সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী প্রমূখ।

This post has already been read 3167 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …