Sunday , April 27 2025

পবিপ্রবি’র ১ম স্নাতক সম্মিলনী অনুষ্ঠিত

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু(পবিপ্রবি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১ম স্নাতক সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র এলামনাই এসোসিয়েশন এর সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাইফ করিম রানা, কৃষিবিদ রেজাউল করিম রেজা, কৃষিবিদ সাজ্জাদ ফেরদৌস শিশির, মো. আমিনুল ইসলাম সাইমুন,কৃষিবিদ মো. কামরুজ্জামান সোহাগ, কৃষিবিদ মো. রায়হান আহমেদ রিমন, মো. কাওছার আহমেদ, ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, অত্র ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচের গ্রাজুয়েট বৃন্দ সহ প্রমুখ। সভাপতিত্ব করেন ডা গোলাম মোর্শেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডা মো. আব্দুল্লাহ আল মতিন।

This post has already been read 4157 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …