শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম স্থান অর্জন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) প্রথম স্থান অর্জন করেছে। শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে ডিএই কে এ পুরস্কার দেয়া হয়। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এ মেলা বুধবার (৪ এপ্রিল) শেষ হয়েছে।

সোমবার (২ এপ্রিল) মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এতে সরকারি- বেসরকারি ৭৫টি স্টল স্থান পায়। এর মধ্যে ডিএই’র প্যাভিলিয়ন ছিল দেখার মতো। সেখানে মডেল হিসেবে স্থান পাওয়া কৃষিকল সেন্টার, এআইসিসি, ই-কৃষি, ওয়েবসাইট, মোবাইলঅ্যাপস, এসএমএস, ফেসবুক এসব সেবা পেয়ে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি করে।

এছাড়া কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে সরকারের অন্যতম সাফল্য- কৃষি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের তথ্যচিত্র এবং কৃষি সিনেমা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়। মেলার সমাপনী দিনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী অতিথিদের হাত থেকে প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন।

This post has already been read 3216 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …