রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম স্থান অর্জন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) প্রথম স্থান অর্জন করেছে। শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে ডিএই কে এ পুরস্কার দেয়া হয়। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এ মেলা বুধবার (৪ এপ্রিল) শেষ হয়েছে।

সোমবার (২ এপ্রিল) মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এতে সরকারি- বেসরকারি ৭৫টি স্টল স্থান পায়। এর মধ্যে ডিএই’র প্যাভিলিয়ন ছিল দেখার মতো। সেখানে মডেল হিসেবে স্থান পাওয়া কৃষিকল সেন্টার, এআইসিসি, ই-কৃষি, ওয়েবসাইট, মোবাইলঅ্যাপস, এসএমএস, ফেসবুক এসব সেবা পেয়ে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি করে।

এছাড়া কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে সরকারের অন্যতম সাফল্য- কৃষি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের তথ্যচিত্র এবং কৃষি সিনেমা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়। মেলার সমাপনী দিনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী অতিথিদের হাত থেকে প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন।

This post has already been read 3415 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …