শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

পবিপ্রবি রংধনুর নতুন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সুমন

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সামাজিক সাংস্কৃতিক সংগঠন রংধনুর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠন এর বিদায়ী সভাপতি নিত্যানন্দ সরদার ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম নাঈম আংশিক কমিটি অনুমোদন দেয়। কমিটিতে মোহাম্মদ মামুন কে সভাপতি ও এনাম আহমেদ সুমন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যান্য পদপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি-আশরাফুল হোসেন, স্বতঃসিদ্ধ রায় কপিল, তাহজীব মন্ডল নিশাত, ইফতেখায়রুল ইসলাম রাফি, রাফাত হোসেন, রাকিবুল হাসান রাকিব, সালাউদ্দীন ইউসুফ, সুরাইয়া মাধুরী, অসিউজ্জামান অনিক, চপল সরকার ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক-মাইদুল ইসলাম, অমিত রায়, সুরঞ্জন ঢালী, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-হুমায়ুন কবির, সাঈদা টুনু, জি এম হাসনান সবুজ, চলন্তিকা সরকার, প্রচার সম্পাদক-ইভান আহমেদ , কোষাধ্যক্ষ-দীপ্ত রায়, দপ্তর সম্পাদক-সায়মুন ইবনে আজাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ৮ম ব্যাচের হাতে গড়া সংগঠন রংধনুর যাত্রা শুরু ২০১০ সালে। নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে রংধনু বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

This post has already been read 3394 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …