Friday , April 11 2025

খুলনায় তিন দিনব্যাপী শিশু আনন্দমেলার উদ্বোধন

ফকির শহিদুল ইসলাম (খুলনা): বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা, শিশু নাট্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (১৩ এপ্রিল) সকালে খুলনা শিশু একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিবে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে। সরকার শিশুদের অধিকার রক্ষায় এবং প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুরা এ প্লাস পেলেই হবে না, তাদের মাঝে প্রতিভা জাগিয়ে তুলতে হবে। শিশুদেরকে আনন্দের মাঝে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারের পাশাপাশি শিশুদের অধিকার রক্ষায় এবং প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকসহ প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা। স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন এনসিটিএফ’র সভাপতি আফিয়া তাসমিন এবং রহমান আকিব। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে প্রধান অতিথি ৬০জন শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত মেলা ও স্টল খোলা থাকবে।

This post has already been read 3749 times!

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবে না, যদি শহীদ পরিবারের মূল্য না থাকে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ …