বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

প্রগতি ফিস লিমিটেড’র ডিলার সম্মেলন অনুষ্ঠিত

খুলনা জেলার রূপসা উপজেলায় প্রগতি ফিস লিমিটেড’র দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন ও ডিলার সম্মেলনে বক্তব্য রাখছেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ(ফোয়াব)’র সভাপতি ও এফসিসিআই’র লাইভ স্টোক, পোল্ট্রি এন্ড ফিসারিজ স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোল্লা সামছুর রহমান শাহীন।

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : শনিবার, পহেলা বৈশাখ খুলনা জেলার রূপসা উপজেলায় প্রগতি ফিস লিমিটেড’র দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ইলাইপুরস্থ প্রগতি ফিস’র নিজস্ব ফ্যাক্টরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রগতি ফিস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোল্লা জাহিদুল ইসলাম(আজাদ)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ(ফোয়াব)’র সভাপতি ও এফসিসিআই’র লাইভ স্টোক, পোল্ট্রি এন্ড ফিসারিজ স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোল্লা সামছুর রহমান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা সামছুর রহমান শাহীন বলেন, অধিক মাছ উৎপাদনে গুণগত ও মানসম্মত ফিড এবং এ্যাকোয়াকালচারের প্রশিক্ষণের বিকল্প নেই। মৎস্য সেক্টরের ব্যাপক প্রসারের লক্ষে ব্যাংক ঋণ সিঙ্গেল ডিজিটে আনতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পোল্ট্রি এন্ড ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, খুলনা পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকান মালিক গ্রুপের সভাপতি কাজী মো. নূরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য করেন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিংড়ি চাষী শেখ সাকিল হোসেন, ফোয়াবের অর্থ সম্পাদক নাসির আহমেদ, সমাজসেবক আশরাফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল গফুর খান, স্থানীয় পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার খান, ইউনিয়ন যুবলীগ নেতা মারুফ হোসেন, ইউনিয়ন কৃষকলীগ নেতা ইমরান শেখ, মিজানুর রহমান, শিক্ষাণুরাগী অলক চন্দ্র দাসসহ আরও অনেকে।

ফোয়াব’র খবর বিজ্ঞপ্তিতে জানা যায়, অনুষ্ঠান শেষে প্রগতি ফিস লিমিটেড’র প্রয়াত চেয়ারম্যান মোজাহার আলী মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাজাহান, বীর মুক্তিযোদ্ধা গাজী রহমত উল্লাহ দাদু, দানবীর ফসিয়ার রহমান, গাজী আশরাফ ও গোলাম মাওলা বক্সসহ প্রয়াত সকল মৎস্য কর্মকর্তার রূহের মাগফিরাত কামনা এবং প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান জাহানারা বেগমের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মোহাম্মদীয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মঞ্জরুল ইসলাম। অনুষ্ঠানে ডিলার, চাষী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

This post has already been read 4441 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …