এগিনিউজ২৪.কম ডেস্ক : যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গাড়ী চালকদের আরো বেশি সচেতন ও দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে পোলট্রি সেক্টরের স্বনামধন্য কোম্পানি এইচআর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আল-হাবিব ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস রবিবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জের মদনপুরে এক ‘আলোচনা ও মতবিনিময় সভা’র আয়োজন করে।
জানা যায়- গাড়ীর যন্ত্রপাতি, যত্ম, ইঞ্জিন, মেরামত, পথ নির্দেশনা, পার্কিং, পথচারি, গাড়ী এবং চালকের নিরাপত্তা বিধান ইত্যাদি সামগ্রিক বিষয়ে গাড়ী চালকদের প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণাঙ্গ ধারনা দেয়ার জন্য উক্ত সভার আয়োজন করা হয়।সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলে বিকেল চারটা পর্যন্ত।এতে প্রায় ২৫ জন গাড়ী চালক ছাড়াও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।