ইফরান আল রাফি (পবিপ্রবি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ব্র্যাক এর যৌথ উদ্যোগে “কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি-২০১৮” শীর্ষক কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিপ্রবি’র এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগ এর ব্যবস্থাপনায় এবং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর অর্থায়নে অনুষ্ঠানটি সোমবার (৩০ এপ্রিল) এএনএসভিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগ এর চেয়ারম্যান ড. মো. ফকরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর- রশিদ; বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন এবং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর জেনারেল ম্যানেজার জনাব এ. কিউ. এম সফিকুর রউফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে তাল মিলিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপ্রানীর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেশের দুগ্ধ ও আমিষের চাহিদা পূরণ করা সম্ভব।” ভবিষ্যতে এই কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরো বেগবান ও আধুনিকায়ন করার উপর গুরুত্ব দেয়া হয়।