ইফরান আল রাফি (পবিপ্রবি) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করে ৮০০০ থেকে ১৫০০০ টাকায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ) এক আনন্দ মিছিলের আয়োজন করে। রবিবার (১৩ মে) বিকাল ৪ টা ৩০ মিনিটে র্যালিটি মূল একাডেমীক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাস গেটে এসে শেষ হয়।
এ সময় ভিএসএ এর সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইফতেখারুল হাসান রাফির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভিএসএ এর সহ-সভাপতি দীপ রতন ঘোষ এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম নাইম। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনে ভেটেরিনারিয়ানদের মূল্যায়ন করায় এবং তারই ধারাবাহিকতায় ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানান বক্তরা।