রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বাকৃবি’তে রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার মাহফিল

জাহিদ হাসান (বাকৃবি): ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) ডরমেটরিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন আপেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জিটিআইয়ের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী, প্রভাষক মো. রাসেল প্রমুখ।

এছাড়াও ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এই  ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

This post has already been read 2701 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …