বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

পবিপ্রবি’তে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

ইফরান আল রাফি ( পবিপ্রবি প্রতিনিধি ):  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  Department of Livestock services (DLS) and FAO-ECTAD এর কারিগরি ও আর্থিক সহযোগীতায় তিনদিন ব্যাপী (২৭-২৯ মে) Improvement Of Food Security and Public Health শীর্ষক প্রকল্পের আওতায় এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনদিন ব্যাপী এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন FAO এর National Technical Advisor মো. জাকিয়ুল হাসান ও শোভন চাকমা। এ সময় মেনটর হিসেবে উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, সহযোগী অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, সহযোগী অধ্যাপক  ড. অসীত কুমার পাল ও সহকারী অধ্যাপক ড. লালমদ্দিন মোল্লা।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এএনএসভিএম অনুষদের মাস্টার অব সায়েন্স (এমএস) এ অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী। প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিক্ষার্থী আগামী ১৩ দিন বরিশাল বিভাগের সকল জেলাসহ মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার প্রত্যেক উপজেলার পোল্ট্রি খামারীদের তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে।

This post has already been read 2387 times!

Check Also

ব্রির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

গাজীপুর সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) …