Thursday , April 3 2025

পবিপ্রবি’তে ঢাকা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির ইফতার মাহফিল

ইফরান আল রাফি (পবিপ্রবি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের বেনজিন রুমে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উক্ত সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকমন্ডলী। উক্ত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরানুল ইসলাম, পশু বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. অহিদুল ইসলাম পিন্টু।

উক্ত ইফতার মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নবীন।

This post has already been read 3512 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …