Monday , April 28 2025

বাঁধন পবিপ্রবি ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফরান আল রাফি (পবিপ্রবি): স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে বিশ্ববিদ্যালের শের-ই বাংলা হল-১, শের-ই বাংলা হল-২, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল, এম.কেরামত আলী হল, কবি বেগম সুফিয়া কামাল হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এর প্রায় দুই শতাধিক “বাঁধন” নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার কমিটির আহবায়ক ছিলেন বাঁধন প্রবিপ্রবি ইউনিটের প্রচার সম্পাদক মো. সোহানুর রহমান। সার্বিক তও্বাবধায়ন ও ব্যবস্থাপনায় ছিলেন পবিপ্রবি ইউনিটের সভাপতি নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক মো. ফকরুল আলম হাসিব।

This post has already been read 3933 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …