রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

এইচ.আর গ্রুপের ফ্যাক্টরি প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল

এগ্রি্নিউজ২৪.কম ডেস্ক : গত শুক্রবার (১ জুন) পোলট্রি সেক্টরের স্বনামধন্য কোম্পানি এইচ আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসরিন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এর আয়োজনে কোম্পানির চরচামিটা, রায়পুর, লক্ষিপুর ফ্যাক্টরি প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাইন আব্দুল্লাহ নাসিফ, পরিচালক(প্রশাসন)এ.বি.এম মুহিউদ্দন, পরিচালক (মার্কেটিং)এএইচএম ইমাদ উদ্দিন ছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এছাড়াও এলাকার চেয়ারম্যান, মুরব্বী এবং ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সহ সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সবার উদ্দ্যেশে হাদিস ও কোরআন নিয়ে কথা বলেন এইচ আর গ্রপের পরিচালক-প্রশাসন এ.বি.এম মুহিউদ্দন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিমদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

This post has already been read 4575 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …