বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪

ঢাকা ট্রেডিং’র মৌসুমের পাট ক্রয়ের উদ্বোধন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : দেশের প্রধান কাঁচাপাট রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকা ট্রেডিং’র চলতি মৌসুমের পাট ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। পাট ক্রয়ের শুভ উদ্বোধন করেন ঢাকা ট্রেডিং হাউজের ব্যবস্থপনা পরিচালক ও পাট রপ্তানিতে প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রাপ্ত আলহাজ মো. টিপু সুলতান। পাট ক্রয়ের উদ্ধোধন পূর্বে ঢাকা ট্রেডিং হাউজ প্রাঙ্গনে দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পাট ব্যবসায়ী শেখ রাহাত আহম্মেদ লিটন, বিজেএর সাবেক আহবায়ক শেখ কওছার আলী, পাট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, কানু বাবু, জগবন্ধু কুন্ডু,পাট পরিদর্শক মো. আক্তার হোসেন, শেখ আবু জাফর, খান এ সালাম, আহাদ মোল্যা, প্রহল্লাদ ঘোষ, জেএইচ জুট ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, পাট ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন, মো. মাসুদ কবির, মো. হুমায়ুন, আলতাফ, প্রেস হাউজের ঠিকাদার, মো. দেলোয়ার হোসেন, প্রধান হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, মো. আনিছুর রহমান, খালিশপুর থানার এসআই আ. হালিম, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল শরীফ, শাজাহান হাওলাদার সাজা, রামপ্রসাদ দাস, হাবিবুর রহমান, মো. প্রিতম সহ ঢাকা জুট ট্রেডিং লি. এর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য,বিদেশে কাঁচাপাট রপ্তানিতে বিগত কয়েকটি অর্থ বছরে দেশের সেরা কাঁচাপাট রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা টেড্রিং হাউজ লি. ভুমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশে এই পাট রপ্তানির ফলে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক অর্জন করছে।

This post has already been read 4199 times!

Check Also

‘সারাদেশে পাটের প্রচলন বাড়াতে হবে – উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক :  ‘সারাদেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ …