ফকির শহিদুল ইসলাম(খুলনা): খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার (২৩ জুন) দিনব্যাপী কমিউনিটি লিডারদের নিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক অবহিতকরণ কর্মশালা দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।
কর্মশালায় শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিশু শ্রম, নারী নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ করাসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিস ম. জাভেদ ইকবাল ও দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল কাদের। স্বাগত জানান, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের মেম্বর, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ উপজেলা পর্যায়ের ৪০জন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) এর আওতায় সিনেমা শো, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, শিশু মেলাসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।