Wednesday , April 2 2025

হালদায় দুষন আগ্রাসন : মরছে মাছ

নদী দূষণের প্রভাবে প্রায় ৮ কেজি ওজনের এই আইড় মাছটি ভেসে আসে মার্দাশা ইউনিয়নের মাছুয়াগুনা প্যারাখালি স্লুইচ গেইট এলাকায়।

মো. নুর মালেক, হাটহাজারীঃ দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী দূষন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কলকারখানার ময়লা আবর্জনা, ফার্মের বিষ্টা পানিতে মিশে হালদা নদীতে গিয়ে ছোট বড় মাছ মরে ভেসে উঠছে। এদিকে প্রায় ৮ কেজি ওজনের আইড় মাছ ভেসে আসে মার্দাশা ইউনিয়নের মাছুয়াগুনা প্যারাখালি স্লুইচ গেইট এলাকায় ।

মৃত মাছটি গত বুধবার ভেসে উঠতে দেখা যায়। হালদা ফেডারেশনের সভাপতি শফিউল আলম জানান, অনেক মাছ নদীতে ভাসছে,এভাবে চললে নদীতে আর মাছ থাকবে না। এভাবে চলতে থাকলে অচিরেই হালদা মাছ শূন্য মরা নদীতে পরিনত হবে জানান হালদা পাড়ের জনসাধারণ।

This post has already been read 4463 times!

Check Also

জেলে নিবন্ধন তালিকায় নারী মৎস্যজীবীদের অগ্রাধিকার দিতে চাই -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মনপুরা (ভোলা) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীদের তালিকায় অনেক অমৎস্যজীবী অন্তর্ভুক্ত …