বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি : সিপিপির ভলান্টিয়ারদের মৌলিক প্রশিক্ষণ

হাসান (মহেশখালী): মঙ্গলবার (৩ জুলাই)কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী – সিপিপির আওতাধীন পৌরসভার ৪-৫-৬ নং ইউনিটের ভলান্টিয়ার ও টিম লিডারদের অংশগ্রহণে ২দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷ উপজেলার হলরুমে সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ৷

প্রশিক্ষণ অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ সহ মানবসৃষ্ট দুর্যোগ রোহিঙ্গা জনগোষ্ঠীদের বাংলাদেশে অনুপ্রবেশের ফলে সৃষ্ট হওয়া জনদুর্ভোগে সরকারকে সহযোগিতায় এগিয়ে আসা সিপিপির স্বেচ্ছাসেবকদের ত্যাগ, নিঃস্বার্থ শ্রমের কথা গুরুত্বের সাথে আলোচনা করা হয় ৷

অনুষ্ঠানে হাসান মারুফ বলেন, পৃথিবীর সভ্যতার ক্রমবিকাশ মুলত স্বেচ্ছাসেবকদের হাত ধরেই সূচনা হয়েছে ৷ বর্তমান বিশ্বের প্রতিটি দেশেই স্বেচ্ছাসেবকদের গুরুত্ব অপরিসীম ৷ বিনা বেতনে কোন ধরনের বেনিফিট ছাড়াই যেখানেই প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের খবর পাওয়া যায়, সেখানেই জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার নাম ভলান্টিয়ার ৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই সিপিপির ভলান্টিয়ারদের আলাদা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন ৷ তিনি ভলান্টিয়ারদের বিভিন্ন প্রশিক্ষণ, আধুনিকমানের প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ৷

উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ আহমদ, সহকারী পরিচালক সিপিপি কক্সবাজার ৷ তিনি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ , সংকেত ও পতাকা উত্তোলন, ভলান্টিয়ারদের দায়িত্ব ও কর্তব্য, নারী ভলান্টিয়ারদের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ের আলোকে আলোচনা করেন ৷

মহেশখালী পৌরসভার ইউনিট টিম লিডার মুক্তিযোদ্ধা ডা. সলিমুল্লাহ খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছিদ্দিক আহমদ, উপজেলা টিম লিডার সিপিপি, ওসমান সরওয়ার সিপিপি শাপলাপুর, আমিনউল্লাহ সুপারভাইজার সিপিপি মহেশখালী সহ বিভিন্ন ইউনিটের ভলান্টিয়ার ও টিম লিডার বৃন্দ ৷

This post has already been read 3281 times!

Check Also

নদী দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা …