রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

নদী ও সাগরে মাছের সঠিক মজুদ নিরুপনের প্রশিক্ষণ

ড. মো. শরীফুল ইসলাম (বিএফআরআই): বাংলাদেশের বিভিন্ন নদী ও সাগরে ঠিক কি পরিমাণ ইলিশ বা অন্যান্য মাছ আছে তার সঠিক হিসেব এখনও অজানা। কিন্তু সঠিক হিসেব না জানলে মাছের ব্যবস্থাপনা কি হবে সেগুলো নির্ধারণ করা দুরুহ ব্যাপার। কাজেই ইলিশসহ নদী ও সাগরের অন্যান্য মাছের মজুদ নির্ণয়ের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিএফআরআই এর কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ইনস্টিটিউটের কক্সবাজার, খুলনা, পটুয়াখালী এবং চাঁদপুরসহ অন্যান্য কেন্দ্র ও উপকেন্দ্রের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তাকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। বিএফআরআই -এর  মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সার্বিক পৃষ্ঠপোষকতায় রাজস্ব অর্থায়নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরে অবস্থিত নদীকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘Proficiency and Improvement of Fish Population Dynamics and Fish Stock Assessment’ শীর্ষক পাঁচ দিনব্যাপী ওই প্রশিক্ষণ গত মঙ্গলবার শেষ হয়।

জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসেন প্রশিক্ষক হিসেবে হাতে-কলমে বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়ে বিএফআরআই -এর বিজ্ঞানীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন। নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

This post has already been read 2829 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …