বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কেসিসি’র স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ফকির শহিদুল ইসলাম(খুলনা) সিটি মেয়র বুধবার (৪ জুন) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে “আইআরএফ-এফএসএম ইমপ্লিমেন্টেশন ফর কেসিসি অফিশিয়ালস’’  শীর্ষক ওরিয়েন্টেশনে সভাপতির বক্তৃতা করছিলেন। নগরীতে মানব বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত ‘এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। মানব বর্জ্যের আধুনিক ব্যবস্থাপনা কার্যক্রম সম্পূর্ণ নতুন হওয়ায় অধিকাংশ মানুষ এ বিষয়ে অবগত নয় উল্লেখ করে সিটি মেয়র ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে নগরবাসীকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ জনবল তৈরী করার পাশাপাশি অবকাঠামোগুলি রক্ষণাবেক্ষণের ওপর জোর দিতে হবে। স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার জন্য সার্বজনীন পয়নিস্কাশনের লক্ষ্যে উন্নয়ন অংশীদারগণ, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সহায়তা দরকার। সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হলে গুরুত্বপূর্ণ এ বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তৃতা করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসএনভি’র গভর্ণন্যান্স এ্যাডভাইজার শহিদুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা বদর উদ্দিন, স্কুল ভিত্তিক ক্যাম্পেইন পরিকল্পনা উপস্থাপন করেন এসএনভি’র বিসিসি এ্যাডভাইজার এস এম এ হুসাইন।

কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) মো. আব্দুর রহমান, যশোর পৌরসভার সচিব আজমল হোসেন, কঞ্জারভেন্সী অফিসার মো. আনিসুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, সহকারী কঞ্জারভেন্সী অফিসার শেখ হাফিজুর রহমান, মোল্লা মারুফ আল রশিদ, নুরুন্নাহার এ্যানী, আব্দুর রাকিব, জিয়াউর রহমান সহ পরিচ্ছন্নতা কর্মীগণ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে সিটি মেয়র মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন।

 

 

 

This post has already been read 3032 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …