Friday , March 28 2025

মন্ত্রীসভায় কৃষিতে ন্যানো প্রযুক্তির ব্যবহারের নীতিগত অনুমোদন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ‘জাতীয় কৃষি নীতির লক্ষ্য হচ্ছে নিরাপদ ও লাভজনক কৃষি নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতার সঙ্গে প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা। এজন্য নতুন কৃষি নীতিতে ফসলের রোগ নির্ণয় ও গুণাগুণ পর্যালোচনা করতে ন্যানো প্রযুক্তি ব্যবহারের জন্য বলা হয়েছে।’

সোমবার (৯ জুলাই) সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় নতুন মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভার শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, বাংলাদেশ কৃষি নীতি ২০১৮- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৩ সালের কৃষি নীতিকে হালনাগাদ করে নতুন কৃষি নীতি-২০১৮ প্রণীত হয়েছে। নতুন কৃষি নীতিতে ফসলের রোগ নির্ণয় ও গুণাগুণ পর্যালোচনার জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নতুন কৃষি নীতিকে আগের চেয়ে সমৃদ্ধ করা হয়েছে। আগে ১৮টি অধ্যাদেশ ছিল, সেটিকে বাড়িয়ে ২২টি অধ্যাদেশ করা হয়েছে। নতুন কৃষি নীতিতে ১০৬টি অনুচ্ছেদ রাখা হয়েছে। এছাড়াও পাট, তিল ও তিশিকে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও প্রধানমন্ত্রী সমবায়ভিত্তিক কৃষি খামারকেও জাতীয় কৃষি নীতি ২০১৮- এর খসড়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।’

This post has already been read 5659 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …