রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

রাজধানীর লালমাটিয়ায় এজি’র নিজস্ব আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১০ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি ফুড লিমিটেড’র ৬৫তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকৃত আউটলেটটি এজি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।  সারাদেশে পরিবেশক নিয়োগভিত্তিক আউটলেটের পাশাপাশি কোম্পানিটি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় আউটলেটের সংখ্যাও বাড়াচ্ছে। সেদিক বিবেচনায় এজি’র এটি ৭ম নিজস্ব আউটলেট।

আউলেটটি উদ্বোধন করেন দেশ-বিদেশের স্বনামখ্যাম শেফ টনি খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন Integrated Agri Nutrition AD এবং Phytobiotics Bangladesh Ltd. -এর ব্যবস্থাপনা প‌রিচালক মাহবুব হো‌সেন, Novivo এর ব্যবস্থাপনা প‌রিচালক তৌ‌হিদ হো‌সেন, এজি এগ্রো’র কনসালট্যান্ট কৃষিবিদ মো. আকতারুজ্জামান, এজি এগ্রো ফুডস লিমিটেড –এর মহাব্যবস্থাপক (বিপণন ও বাজারজাতকরণ) কৃষিবিদ এএমএম নুরুল আলম, সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) কৃষিবিদ মো. রফিকুল আলম খান (জিমি), এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পোলট্রি এবং হ্যাচারি) –এর সহকারি মহাব্যবস্থাপক জ্যোতি বিকাশ ছাড়াও এজি ফুড টিম।

এজি উৎপাদিত এন্টিবায়োটিক ও এমবিএম প্রভাব মুক্ত গ্রীন চিকেন ইতোমধ্যে দেশের ভোক্তা মহলে বেশ সারা ফেলতে সক্ষম হয়েছে। উক্ত আউটলেটে গ্রীন চিকেন ছাড়াও অন্যান্য হিমায়িত মাংসজাত পণ্য পাওয়া যাবে। এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি।

এছাড়াও এজি’র পক্ষ থেকে উল্লেখিত সব পণ্য হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে যা ০১৭৭৭৭৩৫১৯০, ০১৭০৮৪৯২৯৬৪ নাম্বারে ফোন করে সহজেই উপভোগ করতে পারেন উক্ত সেবা।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা ছাড়াও আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আউটলেটের ঠিকানা: বাড়ী # ১/১ ডি, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা।

 

This post has already been read 2989 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …