বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বশেমুরবিপ্রবি কৃষি প্লটে লবণ সহিষ্ণু বাদাম চাষে সাফল্যের হাতছানি

সাব্বির বিন আশ্রাফ (বশেমুরবিপ্রবি): বিনা উদ্ভাবিত উন্নত জাতের বাদাম চাষে সাফল্যের হাতছানি দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বশেমুরবিপ্রবির প্রায় এক একর কৃষি প্লটে উক্ত জাতের বাদাম চাষ হচ্ছে।

সরেজমিনে যেয়ে দেখা যায়, প্রায় প্রতিটি গাছে প্রায় ২৫-৩৫ টি বাদামের ফলন হয়েছে। দেশের উপকূলীয় এলাকার লবণ পানি যাতে সহ্য করতে পারে সেটি চিন্তা করেই জাতটি উদ্ভাবন করা হয়েছে। লবণাক্ত মাটি উপযোগী বাদামের এ জাতটির লবনাক্ততা সহ্য ক্ষমতা ৮ ডিএস/মি.। বশেমুরবিপ্রবির লবনাক্ত মাটিতে ১৫ জানুয়ারি-১৫ ফেব্রুয়ারিতে লাগানো হয়েছিল বীজ। দেখা গেছে ১২৫-১৪৫ দিনের মধ্যে বাদাম ফসল ফলনে পরিপক্ব হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডীন ও ভাইস চ্যান্সেলর কৃষিবিদ ড. খোন্দকার নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে জমি প্রস্তুত, বীজ বপন, আগাছা নিধন ও বালাইনাশক পদ্ধতি অবলম্বনে বাদাম চাষে সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে।

This post has already been read 3683 times!

Check Also

নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের …