রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীতে সড়ক র‌্যালী

নিজস্ব প্রতিবেদক: ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। এ উপলক্ষ্যে বুধবার (১৮ জুলাই) সকাল সোয়া ৮ টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে এক সড়ক র‌্যালীর আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম.পি’র নেতৃত্বে রাজধানীর মৎস্য ভবন থেকে শুরু হওয়া র‌্যালীটি মুক্তাঙ্গণ পর্যন্ত যেয়ে শেষ হয়।

সড়ক র‌্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএফডিসি’র চেয়ারম্যান দিলদার আহমেদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএফআরআই মহাপরিচালক মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী, মৎস্য পেশাজীবী, জেলে, আওয়ামী মৎস্যজীবী লীগ, জাতীয় মৎস্যজীবী সমিতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, মৎস্যজীবী উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটি এবং অন্যান্য মৎস্যজীবী/ জেলে সংগঠনের প্রতিনিধি, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।

This post has already been read 2988 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …