শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

বরিশাল কৃত্রিম প্রজনন কেন্দ্র পরিদর্শনে পবিপ্রবি’র শিক্ষার্থীরা

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. অসীত কুমার পালের সার্বিক তত্বাবধায়নে বরিশাল কৃত্রিম প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন অত্র অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

এসময় বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম এবং বরিশাল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক জুঁই দত্ত শিক্ষার্থীদের মাঝে দিক-নির্দেশনামূলক মূলক বক্তব্য প্রদান করেন।

জুঁই দত্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে গবাদিপশুর সংখ্যা না বাড়িয়ে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানো। এতে করে কম খরচে অধিক উপার্জনসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব। পরে তিনি শিক্ষার্থীদের কৃত্রিম প্রজনন কেন্দ্রটি ঘুরে দেখান। কৃত্রিম প্রজনন সম্পর্কিত সকল যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখান এবং সেগুলোর ব্যবহার হাতে-কলমে শিখিয়ে দেন।

 

This post has already been read 2556 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …