বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বাকৃবি অনুষ্ঠান মঞ্চ পুড়ে ছাই: তবুও যাবেন রাষ্ট্রপতি, হবে নির্ধারিত অনুষ্ঠান!

ক্যাম্পাস ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে অনুষ্ঠান মঞ্চ শনিবার (২১ জুলাই) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাতআজ (রবিবার) কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম বছর পূর্তি উপলক্ষে অ্যালামনাই পুনর্মিলনী এবং হাওর চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করার কথা রয়েছে রাষ্ট্রপতির কি কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে তা জানা যায়নিতবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও রাষ্ট্রপতি বাকৃবিতে যাবেন বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে। পূর্ব নির্ধারিত বঙ্গবন্ধু চত্বরের অনুষ্ঠান মঞ্চ পুড়ে যাওয়ার কারণে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন ও হ্যালিপ্যাড -এ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। তবে মেলা স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম জানান, আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করেছে। এছাড়াও প্রাকৃতিক বৃষ্টি আগুন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করেছে বলে জানা যায়। এত কিছুর পরও মঞ্চসহ সবকিছু পুড়ে ছাই। তবে কোন লোক হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে অনুষ্ঠান মঞ্চে হঠাৎ আগুন লাগে। প্যান্ডেলটিতে হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরের চেয়ারটেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে গেছে।

উল্লেখ্য, ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজার ৩শগ্রাজুয়েট তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।

This post has already been read 3581 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …