বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

এক্স ব্যাংকার্স ফোরাম চট্টগ্রাম –এর যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি চট্টগ্রামে অবসরপ্রাপ্ত সর্বস্তরের ব্যাংক নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে “এক্স ব্যাংকার্স ফোরাম চট্টগ্রাম” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। গত ২২ জুলাই নগরীর জি.ই.সি সার্কেলস্থ হোটেল জামান-এ সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেয়া হয়। সভায় ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি জনাব খান জাহানকে সভাপতি এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জুবিলী রোড শাখার অবসরপ্রাপ্ত শাখা প্রধান ও ভাইস-প্রেসিডেন্ট জনাব আহমেদ করিম ভূঞাকে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের  সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, ১৪৩ শেখ মুজিব রোড, বাদামতলি, আগ্রাবাদ চট্টগ্রাম-এ সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান।

অবসরপ্রাপ্ত এবং সংগঠনের অন্তর্ভূক্ত সদস্যদের সামাজিক নিরাপত্তাসহ জীবনমান উন্নয়নে সংগঠনটি কজ করবে।

সরকারি-বেসরকারি সকল ব্যাংকের অবসরপ্রাপ্ত কিংবা ব্যাংক থেকে অন্যত্র চাকুরি বদলকারি সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদেরকে “এক্স ব্যাংকার্স ফোরাম চট্টগ্রাম” এর সদস্য হওয়ার জন্য নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে আহবান জানানো হচ্ছে।

০১৭১১-৮০৭০০০, ০১৭৩১-৯২৭৩৭১, ০১৭১১-১৬৬৫৩১

This post has already been read 3174 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …