রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

দি সল্ট সলিউশন প্রকল্পের উদ্দ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনার দাকোপ উপজেলায় দি সল্ট সলিউশন প্রকল্পের উদ্দ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের তিলাডাঙ্গা গ্রামের লিড ফার্মার অলোক মিস্ত্রীর প্রদর্শনী প্লটে নেদ্যারল্যান্ডের অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে ইকো কো-অপারেশন বাংলাদেশের সহায়তায় কৃষক মাঠ দিবস হয়েছে। মাঠ দিবসের আলোচনা সভার পূর্বে লিড ফার্মার তার প্রদর্শনী খামারে উপস্থিত কৃষকদের নিয়ে বাস্তবায়িত প্রযুক্তি, কৌশল এবং ক্ষেতের ফলাফল সম্পর্কে জানায়।

এছাড়া ক্ষেতের আয় ব্যয় হিসাব উপস্থাপন করেন। প্রদর্শনী খামার থেকে ফিরে এসে উপস্থিত কৃষকরা তাদের নিজ নিজ সবজি ক্ষেতের সমস্যাগুলো অতিথিদের সামনে তুলে ধরেন। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ৮০ জন কৃষক-কৃষাণি। তিলডাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুরঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কনিকা গোলদার, কোডেক’র খুলনা দি সল্ট প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো. ফোরকান আহম্মেদ। এসময় বক্তারা সংশ্লিষ্ট এলাকায় লবণাক্তার ভয়াবহ প্রভাবসমূহ উল্লেখ করে বলেন, নির্দিষ্ট এলাকায় পরিক্ষামূলকভাবে সময়মত বীজ রোপন করলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাঠ দিবসের এ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কোডেকের মাঠ কর্মকর্তা গাজী ফারুক হোসেন।

This post has already been read 2842 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …