রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক

ডেস্ক  রিপোর্ট : প্রাণিসম্পদ অধিদফতরে মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক। সোমবার (৬ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব  গ্রহণ করেন। নতুন পদে নিযুক্ত হওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (সম্প্রসারণ) ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদে  দায়িত্ব পালন করেন। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালে। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি জার্মানী থেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন । মাধ্যমিকে উ্ত্তীর্ণ হন রায়পুরা নরসিংদী থেকে। ভৈরব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক এর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

This post has already been read 4570 times!

Check Also

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চট্টগ্রাম সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত …