বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

পাইকগাছায় ভেরীবাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত

ফকির শহিদুল ইসলাম(খুলনা): খুলনা জেলার পাইকগাছায় বাঁধ ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে দেলুটি ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পনিবন্ধী হয়ে পড়েছে কয়েক’শ পরিবার। তিনটি গ্রামের শত শত বিঘা জমির ফসল পানিতে তলীয় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয়েছে। পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘেরের মাছ।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ইজারাদারের খামখেয়ালী ও অবহেলার কারণে সোমবার (১৩ আগস্ট) দুপুরে বাঁধ ভেঙ্গে চকরিবকরির বদ্ধ নদীর জোয়ারের উপচে পড়া পানি ভিতরে প্রবেশ করে ইউনিয়নের গেওয়াবুনিয়া, চকরিবকরি ও পারমধুখালী সহ ৩টি গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।

এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বাঁধটি মেরামত করলেও সকালে পুনরায় ভেঙ্গে যায়। ফলে দু’দফা ভাঙ্গনের কারণে জোয়ারের পানিতে এলাকা পুনরায় তলিয়ে যায়। এতে ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সহ কয়েক’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করার চেষ্টা করা হচ্ছে। তবে সরকারিভাবে সহায়তা করা হলে বাঁধটি মেরামত করতে সহজ হবে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

This post has already been read 2323 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …