বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বরিশালে আমন ধানের বৃদ্ধির কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): আমন ধানের বৃদ্ধির কৌশল শীর্ষক দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালা বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়ের (ডিএই) উপপরিচালক তুষার কান্তি সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মো. ফজলুল হক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কুমার মিস্ত্রী, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক প্রমুখ।

কর্মশালায় আমন ধানের আশানুরূপ ফলন পেতে সুষ্ঠু সার ব্যবহার, সঠিক পরিচর্যা এবং সময়মত রোগ-পোকা দমনে চাষিদের পরামর্শ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠনে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3772 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …