বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

মৎস্য অধিদপ্তরের নতুন ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক

আবু সাইদ মো. রাশেদুল হক মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে আবু সাইদ মো. রাশেদুল হককে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেবর) সরকারি এক আদেশের মাধ্যমে তিনি এ পদে নিযুক্ত হলেন।  ইতোপূর্বে তিনি মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, উপপরিচালক ফিল্ড সার্ভিস, জেলা মৎস্য অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও ফার্ম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

আবু সাইদ মো. রাশেদুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞান অনুষদ, বিএসসি  ফিশারিজ (সম্মান) ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (ফিশারিজ) ক্যাডারের নিয়মিত ব্যাচের একজন সদস্য হিসেবে যোগদান করেন।

জনপ্রিয় নিবন্ধসহ বিভিন্ন খ্যাতনামা জার্ণালে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক মৎস্য প্রযুক্তি বিষয়ক প্রকাশনা রয়েছে।

তিনি বিশ্বের অনেক দেশ ভ্রমন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিয়ানমার নেপাল, ভারত ও মালদ্বীপ।

This post has already been read 4388 times!

Check Also

শাস্তি দিয়ে কারেন্ট জাল নিয়ন্ত্রণ করা যাবে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল …