ঝালকাঠি সংবাদাতা: ঝালকাঠির নলছিটিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপি ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারটনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জামাল হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইদুর রহমান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আবু জাফর মো. ইলিয়াস এবং কৃষিবিদ আলী আহম্মদ।
প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন, বারটনের বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা সুমী। প্রশিক্ষণে ফল, মাছ, প্রাণীর পুষ্টিগুণসহ অন্যান্য বিষয় নিয়ে প্রশিক্ষাণার্থীদের সচেতন করা হয়। প্রশিক্ষণে ফলের পুষ্টিগুণ ও ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আবু জাফর মো. ইলিয়াস ও কৃষিবিদ আলী আহম্মদ। মাছের পুষ্টি নিয়ে প্রশিক্ষাণার্থীদের সচেতন করেন, উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান। প্রানীসম্পদের ভূমিকা নিয়ে আলোচনা করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি জেলার ডিডি কৃষিবিদ আবু বকর সিদ্দিক, ডিটিও কৃষিবিদ শ্যামল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইদুর রহমান সহ অন্যান্যরা।