Thursday , April 17 2025

বরিশালে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা বুধবার (১৯  সেপ্টেম্বর) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক তুষার কান্তি সমদ্দার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনার উপ-পরিচালক সাইনুর আজম খান, পটুয়াখালীর উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর, বরিশালের উপ-পরিচালক হরিদাস শিকারী, ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার শ্যামল কুমার দাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি নাহিদ বিন রফিক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, চলতি মৌসুমে এ অঞ্চলের উপযোগি প্রযুক্তি এবং ফসলের যেসব জাতগুলো আজ সুপারিশ সহকারে উপস্থাপন করা হলো, সেগুলো সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং এর সমাধানের পথ বের করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই আমাদের দায়িত্ব এবং কৃষকের শ্রম স্বার্থক হবে। অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, বারি, বিনা, এসআরডিআই, বিজেআরআই এবং বিএসআরআইর বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4117 times!

Check Also

বাঁশখালীতে এস এস পাওয়ার প্লান্টে হত্যার ৯ বছর, চট্টগ্রামে শ্রদ্ধা, প্রতিবাদ ও প্রতিশ্রুতি

চট্টগ্রাম সংবাদদাতা: বেসরকারী উন্নয়ন সংস্থা ISDE Bangladesh, CLEAN এবং BWGED-এর উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামে …