মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি) : লাফ-ঝাপে নিজে নাচায় ব্যস্ত সাথে সাথে ক্রেতামহলের মনকেও নাচাচ্ছে। বেশ বড়-সর সাইজের বোয়াল। কেনার চাহিদা থাকলে সাধারন ক্রেতারা কিনতে সাহস করছে না। তবে বেশ বড় সাইজের বোয়ালটির দাম জানতে অাগ্রহী সকলেই। প্রায় ৮ কেজি ওজনের বোয়ালটির দাম প্রায় ৬ হাজার টাকা। ক্রেতারা এসে ভিড়ও জমাচ্ছে। তবে অনেকে অাবার কিনার জন্য দু পা এগিয়ে অাবার পিছিয়ে অাসছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিপনীবাগ বাজারে এমন দৃশ্যের দেখা মেলে।
বিক্রেতা শফিক মিয়াও অানন্দ পাচ্ছে লোকের সমাগম অার চাহিদা দেখে।তবে এ চাহিদা যে শুধুই মনের। পুরো বিকেল কেটে গেল। রাতও গড়িয়ে গেল। দিনরাত তখন ১২ টা। শফিক মিয়াও বিষন্ন মনে মাছকে অাবার বরফ দিয়ে রেখে দিচ্ছেন। এই প্রতিবেদক জিজ্ঞেস করলে, তিনি অাক্ষেপ করে বলেন,”সারাদিন এত্ত লোক দাম জিগাইছে, কিন্তু কেনে নাই কেউই”।”দেখি কালকে বেচতে পারি কিনা?”
তবে এর অাগের এর থেকে বড় মাছ বিক্রি করেছে শফিক মিয়া। তিনি জানান, বর্তমানে মাছের বাজার একটু মন্দা চলতেছে। অার তার উপর দামও বলা যায় চড়া যাচ্ছে। কিন্তু এতে তাদের কোন সম্পৃক্ততা নেই। মাছ ব্যবসায় একটি নির্দিষ্ট সমীকরনেই চলতে হয় তাদের।