শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

চাঁদপুরে সড়কে ১২৫০টি তালের বীজ বপন

মাহফুজুর রহমান (চাঁদপুর): চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার দীর্ঘ সড়কপথে ১২৫০টি বীজ বপন করা হয়েছে।

বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগে রক্ষাকবচ হিসেবে চিহ্নিত তাল গাছ রোপণে উব্ধুব্ধ করতে চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ-রায়পুর বর্ডার এলাকা থেকে ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার পর্যন্ত তালের বীজ বপন করেছে উপজেলা কৃষি অফিস।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ভাটিয়ালপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উর-রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, এসএপিপিও মো. আমির হোসেন, এসএএও মো. নুরে আলম, আনোয়ার হোসেন, সাজেদুল ইসলাম, কৃষক আব্দুল হান্নান পাটওয়ারী, আহসান উল্যা, বিল্লাল হোসেন, মো. সিরাজ, মজিবুর রহমান প্রমুখ।

This post has already been read 2987 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …