রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

ঝালকাঠির উন্নয়ন মেলায় কৃষি সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে উন্নয়ন মেলা শুরু। তিন দিনব্যাপি এ মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী দিনে জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সর্দার শাহআলম, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল্লাহ পনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি শতাধিক স্টল স্থান পায়। এর মধ্যে ডিএই, ব্রি, বারি, বিএডিসি, এসআরডিআই এবং বিএসআরআই সমন্বিত স্টলে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি, ফসলের নব উদ্ভাবিত আধুনিক জাত প্রদর্শন করা হয়।

এছাড়া জনবান্ধব সরকারের অন্যতম সাফল্য-কৃষি উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনের তথ্যচিত্র এবং কৃষি সিনেমা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। মেলা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

This post has already been read 2802 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …