রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

পোল্ট্রি ব্রুডিং -এ ইনফ্রারেড হিট বাল্ব

পোল্ট্রি ফার্মিং এ লাইটিং এবং তাপমাত্রার গুরুত¦ অপরিসীম। আলোর সঠিক ব্যবস্থাপনার ফলে অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায় আবার আলো ও তাপমাত্রার অব্যবস্থাপনার কারণে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আলোর তীব্রতা, আলোর রঙ এবং আলোর স্থায়ীত্বকাল খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

আমাদের দেশে সাধারণত ব্রুডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে বেশিরভাগ খামারি সাধারণ লাইট অথবা গ্যাস ব্রুডিং করে থাকেন। এক্ষেত্রে সাধারণ লাইট কিংবা গ্যাস ব্রুডিং এর চেয়ে ইনফ্রারেড লাইট ব্যবহার অধিক কার্যকরী। শীতে গ্যাস ব্রুডিং এর চেয়ে লাইট ব্রুডিং অধিক কার্যকরী এবং নিরাপদ, যদি ইনফ্রারেড লাইট দিয়ে ব্রুডিং করা যায়।

কেন ব্যবহার করবেন?
˙ ইনফ্রারেড লাইট বাচ্চার নাভি-কাচা রোগ প্রতিরোধ করে।
˙ শীতে বাচ্চার গাদাগাদি প্রতিরোধ করে এবং বাচ্চার মৃত্যুহার কমায়।
˙ ইনফ্রারেড লাইট উপযুক্তমাত্রার আরামদায়ক তাপ উৎপন্ন করে।
˙ ইনফ্রারেড লাইট বাচ্চার শরীরকে সবসময় গরম রাখে এবং সব ধরনের ধকল থেকে বাচ্চাকে রক্ষা করে।
˙ ইনফ্রারেড লাল লাইট মুরগীর প্রতি সংবেদনশীল এবং খাদ্য ও পানি গ্রহণের পরিমান বৃদ্ধি করে।
˙ ইনফ্রারেড লাইট ফাংগাস ও ছত্রাক সংক্রমন প্রতিরোধে সহায়তা করে।
˙ মুরগীকে বিভিন্ন রোগ জীবাণুর প্রকোপ থেকে রক্ষা করে।
˙ ইনফ্রারেড লাইট মুরগীর ঠোকরা-ঠুকরী বন্ধ করে।
˙ অতিরিক্ত ঠান্ডা এবং আদ্রতার কারণে মুরগীর শরীরে সৃষ্ট বিভিন্ন ব্যথা ও যন্ত্রনা উপশমের জন্য ইনফ্রারেড লাইট ব্যবহার হয়।
˙ ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর চামড়ার গভীরে ঢুকে রক্তনালীতে ছড়িয়ে পড়ে এবং রক্তের সন্চালন বৃদ্ধি করে।
˙ ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর মাংসপেশীর ইনজুরি ভালো করতে সহায়তা করে।
˙ ইনফ্রারেড লাইট ব্যবহারে বিদ্যুৎ খরচ ৩০-৫০% কম লাগে।

প্যারেন্ট স্টক
˙ ইনফ্রারেড লাইট মুরগীর প্রজনন প্রক্রিয়াকে তরান্বিত করে। ডিমের ফার্টিলিটি%, হ্যাচাবিলিটি% ও ডিমের ওজন বৃদ্ধি করতে ইনফ্রারেড লাল লাইট ভালো কাজ করে।
˙ ব্রিডার মোরগ-মুরগীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে ইনফ্রারেড লাল আলো অধিক কার্যকর।

লেয়ার এবং সোনালী মুরগী
˙ লেয়ার বা সোনালী মুরগীর ক্যানাবলিজম বন্ধ করতে ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়।
˙ মুরগীর ঠোকরা-ঠোকরী, ফেদার পিকিং, ভেন্ট পিকিং শুরু করলে শেডে লাল আলো তথা ইনফ্রারেড লাইট দিয়ে দিন। দ্রুত এদের ক্যানাবলিজম বন্ধ হয়ে যাবে।

কোথায় পাবেন?
কৃষাণ এগ্রো অ্যান্ড কনসালট্যান্ট কোরিয়া থেকে নিয়ে এসেছে লাইটটি। সুলভ মূল্যের পাশাপাশি রয়েছে ১ বছরের গ্যারান্টি। ঠিকানা:
ফ্লাট- ১৩/বি, ভবন-২, কনফিডেন্স সেন্টার, শাহজাদপুর, গুলশান, ঢাকা। মোবাইল : ০১৭১২৯৩৯৮১১। ই-মেইল : krishan.bangla.2005@gmail.com

– বিজ্ঞপ্তি

This post has already been read 8184 times!

Check Also

সাড়ে ৬ টাকা দরে ভারতীয় ডিম এলো বাংলাদেশে!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম আমদানির অনুমতির পর চতুর্থ চালানে এবার ভারত থেকে ডিম আমদানি হলো সাড়ে …