শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস উদযাপন

রাজশাহী সংবাদাতা: বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, প্রাণিসম্পদ দপ্তর ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির যোথ উদ্দ্যেগে শুক্রবার (১২ অক্টোবর) বিশ্ব ডিম দিবস ২০১৮ রাজশাহীতে উদযাপিত হয়। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথমে পর্বে রাজশাহী সাহেব বাজার আলুপট্টি মোড় হতে বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনে শেষ হয়। অতপর দ্বিতীয় পর্বে ডিম দিবসের আলোচনা রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর মিলনায়তনে জীবনের জন্য আমিষ প্রতিপদ্য বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এটি এম ফজলুল কাদের, উপ-পরিচালক, রাজশাহী বিভাগ, রাজশাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. এস.এম. কামরুজ্জামান, সমাজ সেবা দপ্তরের পরিচালক মো. জুলফিকার হায়দার, এফ.বি.সি.সি.আই পরিচালক মো. মনিরুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো চীপ ড. মো আইনাল হক।

আলোচনার শুরুতে ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন, রাবি অধ্যাপক ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার। রাবি ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসারের সঞ্চালনায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন, রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. খন্দকার মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রণিসম্পদ বিভাগ রাজশাহী জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ভেটেরিনারি সার্জনবৃন্দ, রাজশাহী পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক, মুস্তাতাশির রহমান শুভ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সদস্যবৃন্দ, রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।

This post has already been read 3408 times!

Check Also

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন …