Sunday , April 27 2025

মতলব উত্তরে ডিএই’র ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন

মাহফুজুর রহমান (চাঁদপুর): ‘ইঁদুর দমন সফল করি-মাঠের ফসল গোলায় ভরি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তরে মঙ্গলবার (১৬ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

 

This post has already been read 3793 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …