বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সিটি মেয়রের

ফকির শহিদুল ইসলাম (খুলনা): তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা এবং নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে যুব সমাজ সহজে তামাক গ্রহণে আসক্ত হয়ে পড়ে। তিনি তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব রোধে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে লাইসেন্সিং-এর ভূমিকা ও সিটি কর্পোরেশনের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম ও এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ মতবিনিময় সভার আয়োজন করে। খুলনা মহানগরীকে ধুমপান ও মাদকমুক্ত এলাকায় পরিণত করতে আগামী জানুয়ারী থেকে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পেইন করা হবে বলে সভায় সিটি মেয়র উল্লেখ করেন।

কেসিসি’র কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো. ডালিম হওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, শেখ মোসারাফ হোসেন, মো. আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. হাফিজুর রহমান মনি, শেখ মো. গাউসুল আজম, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মো. আলী আকবর টিপু, এস এম মোজাফফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, মেমরী সুফিয়া রহমান শুনু, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, মাজেদা খাতুন, লুৎফুন্নেছা লুৎফা, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সচিব মো. আজমুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সিনিয়র লাইসেন্স অফিসার এসকেএম তাছাদুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, এইড ফাউন্ডেশনের কর্মকর্তা কাজী মো. হাসিবুল হক প্রমুখ মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্ততৃা করেন এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক শেখ দোহা।

২১ জানুয়ারি ২০২৫ , সকাল ১০:২৭

 

This post has already been read 3673 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …