বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): ২২ দিন নিষেধাজ্ঞা শেষে সোমবার (২৯ অক্টোবর) প্রথম প্রহর থেকে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নামবে জেলেরা। ইতোমধ্যে জেলার ৪ উপজেলার জেলেরা ৫১ হাজার নিবন্ধিত জেলে জাল ও নৌকা নিয়ে প্রস্তুত রয়েছে।

রোববার (২৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নদী উপকূলীয় এলাকায় গিয়ে দেখা গেছে ইলিশ আহরণের জন্য জাল প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন। আবার অনেকে তাদের নৌকাগুলো ঠিকঠাক করছেন। জেলেপাড়া আবার রুপালী ইলিশে স্বরগরম হয়ে উঠবে।দীর্ঘ প্রতিক্ষার পর সবার চোখে-মুছে আনন্দের হাসি ফুটে উঠেছে।

ইলিশ প্রজনন রক্ষায় চলতি মাসের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সকল ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করে সরকার। মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য জেলার মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়।

This post has already been read 3539 times!

Check Also

যে জেলায় ইলিশ উৎপাদন হয়, ওই জেলার মানুষ গরিব হতে পারে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের সম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ …