এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী কর্তৃক বগুড়া হতে প্রায় ৬ মাস পূর্বে ধৃত ৬টি পাহারি ময়না পাখি সোমবার (২৯ অক্টোবর) রাবি’র শহীদ মিনার চত্তরের পাশে আবমুক্ত করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র প্রফেসর ড মো. জালাল উদ্দিন সারদার সভাপতি, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন, সহ-সভাপতি, বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন রোটা্রিয়ান হাসিবুল হাসান নান্নু, ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী জেলার সভাপতি বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) মো. জিল্লুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, ফরেস্টার দেবাশীষ দে প্রমুখ।